পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্কুলের উদ্দেশ্যে

পশ্চিমবঙ্গের প্রত্যেকটি স্কুলের কাছে আমাদের আবেদন যদি স্কুল কর্তৃপক্ষ তাঁদের স্কুলের মোট ছাত্রছাত্রী সংখ্যার ২০ শতাংশ ছাত্রছাত্রীর জন্য টিউটোপিয়ার সাবস্ক্রিপশন নেয় সেক্ষেত্রে বাকি ৮০ শতাংশ ছাত্রছাত্রীদের কাছে টিউটোপিয়ার সাবস্ক্রিপশন আমরা বিনামূল্যে স্কুল কর্তৃপক্ষকে প্রদান করব যাতে ১০০% ছাত্রছাত্রী সম্পূর্ণ বিনামূল্যে টিউটোপিয়া অ্যাপের সমস্ত পরিষেবা পেতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে, কোনো স্কুলের সপ্তম থেকে দশম শ্রেণির মোট শিক্ষার্থীর সংখ্যা যদি ৫০০ জন হয়, সেক্ষেত্রে মোট শিক্ষার্থীর ২০ শতাংশ অর্থাৎ ১০০ জনের সাবস্ক্রিপশন স্কুল কর্তৃপক্ষকে নিতে হবে। এবার যদি একটি সাবস্ক্রিপশনের মূল্য ৩০০০ টাকা হয় তাহলে ১০০ x ৩০০০ = ৩,০০,০০০ টাকার বিনিময়ে স্কুল ৫০০ জন শিক্ষার্থীর অর্থাৎ ৫০০ x ৩০০০ = ১৫,০০,০০০ টাকা মূল্যের সাবস্ক্রিপশন পেয়ে যাবে। শুধু তাই নয়, এর সঙ্গে স্কুলের প্রতিটি শিক্ষক-শিক্ষিকারাও পাবেন বিনামূল্যে টিউটোপিয়ার পরিষেবা। না ! এখানেও আমরা থেমে থাকব না। টিউটোপিয়ার সাথে Tutopia Plus-এর সমস্ত টিউটোরিয়ালের সাবস্ক্রিপশনও শিক্ষার্থীরা ও শিক্ষক -শিক্ষিকারা পাবেন সম্পূর্ণ বিনামূল্যে। যার মূল্য বলাই বাহুল্য স্কুলের প্রদেয় মূল্যের থেকে বহুগুণ বেশি।

For any query

এই বিষয়ে আরও জানতে আজই যোগাযোগ করুন টিউটোপিয়ার সাথে এই নম্বরে।

Enquiry Now

Copyright Ⓒ 2025. tutopialearningapp.com. All rights reserved. Privacy Policy | T&C (7449334000)
phone-call whatsapp Buy Online