দশম শ্রেণির ক্ষেত্রে টিউটোপিয়া লার্নিং অ্যাপ্লিকেশনের ভূমিকা

Posted On : 11 August 2021
Posted By : Admin

অতিমারীকালে শিক্ষাক্ষেত্রে এসেছে এক বিশাল পরিবর্তন। তার জন্য সবচেয়ে বেশি সমস্যায় পড়েছে দশম শ্রেণির শিক্ষার্থীরা, যারা দেবে জীবনের প্রথম বড়ো পরীক্ষা। তাদেরকে আন্তর্জালিক মাধ্যমে শিক্ষা দানের ক্ষেত্রে দরকার হয়ে পড়েছে কিছু নতুন অথচ সহজ পদ্ধতি। এতো দিন স্কুলে ও কোচিং-সেন্টারে শিক্ষক এবং গৃহশিক্ষকরা যথাক্রমে ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রদান করে এসেছেন। তবে এই করোনাকালে শিক্ষার্থীরা বাধ্য হয়েছে বাড়িতে আটকে থাকতে । এমত সময়ে তাদের অসুবিধার কথা চিন্তা করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের দশম শ্রেণির পাঠক্রম কমানো হয়েছে। তবে সেটাও  তাদের ভালোভাবে শিখতে এবং বুঝতে হবে। এ রাজ্যে এমন অনেক পরিবার আছে যারা তাদের সন্তানদের জন্য ব্যয়বহুল প্রাইভেট অনলাইন ক্লাসের ব্যবস্থা করতে পারে না। সেই প্রতিবন্ধকতা কাটিয়ে প্রত্যেক পরীক্ষার্থীকে পরীক্ষায় ভালো ফল করার সুযোগ করে দিতেই হবে। তাই Tutopia learning app সব রকম প্রতিকূলতা অতিক্রম করে শিক্ষার আলোকে বাংলার প্রতিটি ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করে চলেছে প্রতিনিয়ত।

টিউটোপিয়া লার্নিং অ্যাপ্লিকেশন দশম শ্রেণির শিক্ষার্থীদের পথ প্রদর্শক:

টিউটোপিয়া লার্নিং অ্যাপ্লিকেশন দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য আদর্শ। এই সংহত ই-লার্নিং প্ল্যাটফর্মটি ছাত্র-ছাত্রীদের সঠিক ও বিশ্বমানের শিক্ষা দান করে। টিউটোপিয়া লার্নিং অ্যাপ্লিকেশন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার ক্ষেত্রে কাণ্ডারির ভূমিকা পালন করে চলেছে। এই অ্যাপ্লিকেশনকে সহজেই best learning app for class 10 তকমা দেওয়া যায় কারণ তা পরীক্ষার্থীদের আসন্ন পরীক্ষার জন্য প্রস্তুত করার কাজ শুরু করে দিয়েছে।

নিম্নলিখিত বিষয়গুলি থেকে বোঝা যাবে টিউটোপিয়া লার্নিং অ্যাপ্লিকেশনক দশম শ্রেণির শিক্ষার্থীদের জন্য কেন গুরুত্বপূর্ণ:

·         অডিও ভিজ্যুয়াল ক্লাসগুলির সঙ্গে মাল্টিমিডিয়াকে  অন্তর্ভুক্ত করে টিউটোপিয়া লার্নিং অ্যাপ্লিকেশন এক সুষম শিক্ষার ব্যবস্থা করেছে ।

·         দশম শ্রেণির ভিডিও ক্লাসগুলি অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের দ্বারা পরিচালিত । সমস্ত বিষয় এবং অধ্যায়গুলি এখানে বাংলা ভাষার মাধ্যমে পড়ানো হয়।

·         প্রতিটি ভিডিও ক্লাসকে দুটি পর্যায়ে ভাগ করা হয়েছে। প্রথম পর্যায়ে বিষয়টি সম্পর্কে প্রাথমিক ধারণা দেওয়া হয়। আর দ্বিতীয় পর্যায়ে সুস্পষ্ট ব্যাখ্যার মাধ্যমে বিষয়ের জটিলতা দূর করা হয়।

·        টিউটোপিয়া লার্নিং অ্যাপ্লিকেশন WBBSE (পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ)-এর দশম শ্রেণির পাঠ্যক্রম অনুযায়ী online class পরিচালনা করে। এই অ্যাপে সংশ্লিষ্ট মাধ্যমের পাঠক্রম অনুসারে প্রতিটি চ্যাপটার ভিত্তিক নোটস্ সরবরাহ করা হয়। প্রতিটি নোট সহজেই ডাউনলোড করা যায় এবং ইচ্ছে মতো সেগুলি বারবার পড়া যায়।

·         এই নোটগুলিতে দেওয়া প্রতিটি বিষয়ের অধ্যায় ভিত্তিক পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ শিক্ষার্থীদের বিশেষ ভাবে সাহায্য করে।

·         টিউটোপিয়া লার্নিং অ্যাপ্লিকেশন WBBSE বোর্ডের শিক্ষার্থীদের জন্য নিয়মিত প্র্যাকটিস সেশনের ব্যবস্থা করেছে।

·         প্র্যাকটিস সেশনের টেস্টপেপারগুলি ওয়েস্ট বেঙ্গল বোর্ড পরীক্ষার ধরণ অনুসারে MCQ দিয়ে তৈরি করা হয়েছে।

·         টিউটোপিয়া লার্নিং অ্যাপ্লিকেশন দ্বারা পরিচালিত প্র্যাকটিস সেশনের বিশেষত্ব হল, এই সেশনগুলি প্রতিটি বিষয়ের প্রত্যেকটি অধ্যায়ের জন্য সরবরাহ করা হয়।

·         প্র্যাকটিস সেশনের প্রতিটি প্রশ্নের সঠিক উত্তর সঠিক ব্যাখ্যাসহ করে দেওয়া হয়।

·      টিউটোপিয়া লার্নিং অ্যাপ্লিকেশন online classes for class 10 WBBSE প্র্যাকটিস সেশনে একটানা দুটি ভুল উত্তরের পরে একটি ব্যাখ্যা সহ সঠিক উত্তর অটোমেটিক্যালি স্ক্রিনে পপ-আপ হয়।

·         টিউটোপিয়া লার্নিং অ্যাপ্লিকেশন নিয়মিতভাবে ঘড়ি ধরে পরীক্ষার আয়োজন করে থাকে।

·         একাধিক প্রস্তুতিমূলক পরীক্ষা শিক্ষার্থীদের মূল পরীক্ষার জন্য প্রস্তুত করে এবং স্ব-মূল্যায়নে সাহায্য করে।

·         নিয়মিত পরীক্ষাগুলি পরীক্ষার্থীদের  অগ্রগতি মূল্যায়নে সহায়ক।

·         এই প্রস্তুতিমূলক পরীক্ষার টেস্টপেপারগুলি MCQ ফর্ম্যাটে সেট করা হয়।

·         এই নিয়মিত পরীক্ষাগুলি শিক্ষার্থীদের পরীক্ষার ভয় থেকে মুক্তি পেতে সাহায্য করে।

·         এই উদ্ভাবনী লার্নিং অ্যাপ্লিকেশন দ্বারা আয়োজিত পরীক্ষাগুলি শিক্ষার্থীদের প্রতিটি বিষয়ে আরও ভালোভাবে প্রস্তুতির ক্ষেত্রে সহায়তা করে।

 এই বাংলা এডুকেশনাল অ্যাপলিকেশনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সর্বসাধারণের সাধ্যের মধ্যে হয়। টিউটোপিয়া লার্নিং অ্যাপ্লিকেশন শিক্ষার জগতে এক অসামান্য ডিজিটাল প্লাটফর্ম যা বাংলা ভাষায় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ছাত্র-ছাত্রীদের শিক্ষা প্রদান করে থাকে। টিউটোপিয়া লার্নিং অ্যাপ্লিকেশনের শ্রেষ্ঠত্ব এখানেই যে এটি সকল শিক্ষার্থীকে সমানভাবে উৎসাহিত করে নিয়মিত অনুশীলনের মাধ্যমে তাদের পরীক্ষার জন্য প্রস্তুত করে তোলে। বাংলার এই অনন্য টিউটোরিয়াল অ্যাপটি নিঃসন্দেহে শিক্ষার্থী বান্ধব।